চলমান

 

উত্তরে গারো পাহাড়, দক্ষিণে মধুপুর ভাওয়ালের বনাঞ্চল, পশ্চিমে যমুনা নদী আর পূর্বে সুরমা-ধনু-মেঘনার প্রবাহ সীমার মধ্যে রৌদ্র ছায়ায় লীলায়িত যে বিচিত্র ভূ-স্বর্গ তার নাম মোমেনশাহী >> নসরতশাহী >> নাসিরাবাদ >> ময়মনসিংহ ।।
ময়মনসিংহ গীতিকা'র জন্ম হয়েছিল যে ব্রহ্মপুত্রের তীরে, ঝলসে উঠেছিল ঈশা খাঁর শাণিত তরবারি। ময়মনসিংহ নামীয় প্রকৃতির সেই আদুরে কন্যার কুলেই হেসে-খেলে বেড়ে ওঠেছিল আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম।  শিল্পাচার্য জয়নুল আবেদিনের স্মৃতিধন্য সেই ব্রহ্মপুত্রের তীর ঘেঁষে পুলিশ লাইন্স, ময়মনসিংহ  এর নিরাপত্তার আঁচলতলে ১৯৭৩ সালে এক ক্ষনজন্মা শিক্ষানুরাগী পুলিশ কর্মকর্তা, মহান স্বাধীনতা যুদ্ধের ১১ নং সাব-সেক্টর কমান্ডার জনাব কে এম শামছুল আলম এঁর  হাত ধরে গড়ে উঠেছিল এক বিদ্যাপিঠ। কালক্রমে বিভিন্ন চৌকস পুলিশ সুপার এবং পুলিশ কর্মকর্তাদের নিবিড় তত্ত্বাবধানে বেড়ে ওঠা আজকের এই ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, ময়মনসিংহ।
প্রতিষ্ঠালগ্ন থেকে আজ অবধি শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার একনিষ্ঠ ব্রত নিয়ে একঝাঁক  শিক্ষক নিরলস কাজ করে চলেছেন। লেখাপড়ার পাশাপাশি সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়াঙ্গনেও এ বিদ্যালয়ের  শিক্ষার্থীদের দৃপ্ত পদচারণার স্বাক্ষর স্থানীয় পর্যায় থেকে জাতীয় পর্যায় পর্যন্ত বিস্তৃত এবং সর্বজনস্বীকৃত। রাজনীতিমুক্ত ও সহশিক্ষা কার্যক্রমে সমৃদ্ধ এই ক্যাম্পাস নবীন শিক্ষার্থীদের জ্ঞানার্জনের সুযোগকে করে তুলছে আরও অবারিত ও প্রাণবন্ত। তাই বিদ্যালয়টি ময়মনসিংহ বিভাগ তথা সমগ্র বাংলাদেশের অন্যতম সেরা বিদ্যাপিঠগুলোর একটির মর্যাদায় অভিষিক্ত হওয়ার দাবি রাখে।
মহান সৃষ্টিকর্তা আমাদের এই প্রয়াসকে চিরজীবী করুন।।